মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আটক করোনা রোগী

২৭ এপ্রিল, ২০২০ ১৪:০২  
চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে পালিয়েও রক্ষা হলো না করোনা আক্রান্ত এক রোগীর। পুলিশ তাকে আটক করে হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা থেকে ফিরেছিলেন বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে আসা ওই রোগীর (৩৫) নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্ত জেনেও তিনি রবিবার তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ আসেন। কিন্তু পরিবারের লোকজন তাকে বাড়িতে থাকতে না দেওয়ায় তিনি দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালে আসেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার রিপোর্ট দেখে আইসোলেশনে ভর্তি করার নির্দেশ দিলে তিনি কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে রবিবার রাত সাড়ে ১০টার সময় তাকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ফরিদগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের চরহোগলা গ্রাম থেকে আটক করে থানা পুলিশ। বর্তমানে তিনি চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।